Budget 2024 “প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করছেন”, বিরোধীদের আক্রমণ মোদীর

Published By: Imagine Desk | Published On:

Budget 2024 ২৩ জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু সংসদে। মঙ্গলবার, তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন। লোকসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ (Budget 2024) করতে পারেনি মোদী সরকার। ২২ জুলাই, সোমবার থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হল। বাদল অধিবেশন শুরুর আগে সংসদে বাইরে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রী এইদিন সংসদের বাইরে থেকে বলেন, “আমি আজ অনেক কষ্টের সঙ্গে জানাচ্ছি। ২০১৪’র পর কোন সাংসদ ৫ বছরের জন্য এসেছে, কিছু সাংসদ ১০ বছরের জন্য সুযোগ পেয়েছে। কিন্তু এমনও অনেক সাংসদ আছেন যারা নিজেদের এলাকার কথা তুলে ধরার সুযোগই পান নি। কারণ কিছু দলের নেতিবাচক রাজনীতির জন্য দেশের সংসদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করেছে”।

একই সঙ্গে নরেন্দ্র মোদী বলেন যে বিরোধীরা প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, “১৪০ কোটি দেশবাসীর ভোটের সঙ্গে যে সরকারকে সেবা করার সুযোগ দিয়েছে দেশবাসী। তার কণ্ঠরোধ করার আর লোকতান্ত্রিক চেষ্টা হয়েছে। আড়াই ঘণ্টা ধরে দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার চেষ্টা লোকতান্ত্রিকে তার কোন জায়গা নেই”।