Budeget 2024-25 দেশের এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায়, বাজেটে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী পাঁচ বছরে দেশের অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ-তরুণীরা, জানিয়েছেন তিনি। দেশের বেকারত্ব দূর করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। কারণ, এর আগে সরকারি উদ্যোগে এই ধরনের ইন্টার্নশিপের ব্যবস্থা ছিল না দেশে। আগামী পাঁচ বছরে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামন তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর অধীনে পঞ্চম প্যাকেজ। আমাদের সরকার একটি স্কিম চালু করবে। যেখানে ইন্টার্নশিপ দেওয়া হবে, ইন্টার্নশিপের সুযোগ করা হবে। যেখানে দেশের অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায়, দেশের এক কোটি তরুণ-তরুণী ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন। ১২ মাসের বাস্তব জগতের সঙ্গে পরিচিত হবেন তরুণ-তরুণীরা। প্রতি মাসে ৫ হাজার টাকা উপার্জন করবেন। সঙ্গে একবার ৬ হাজার টাকা দিয়ে তাদের সাহায্য করা হবে। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল (সিএসআর) থেকে এই খরচ করতে হবে’।