নিজস্ব সংবাদদাতা, খড়গ্রামঃ ডোমকলের পর খড়গ্রাম। ফের বোম উদ্ধারের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। এবার বোমা উদ্ধার হয়েছে খড়গ্রামে। বুধবার বিকেলে ডোমকল থানার জুড়ানপুর অঞ্চলের কুশাবাড়িয়ায় এক বেসরকারি নার্সারি স্কুল সংলগ্ন এলাকায় বোমা ফেটে গুরুতর আহত হয় দুই কিশোর। তারা দু’জনেই চিকিৎসাধীন।
বৃহস্পতিবার খড়গ্রাম থানার মাড়গ্রাম এলাকার রতনপুরের খেঁসোর সেতুর নিচ থেকে ভোরবেলআ১ উদ্ধার হয় এক বালতি সুতলি বোমা। যার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, ন-দশটি সুতলি বোমা ছিল বালতিতে। সেগুলি সেতুর নিচে চাষের জমির পাশে জঙ্গলে রাখা ছিল। খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে এলাকার দখল নেয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। এদিকে চাষের জমিতে বোম উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই মাঠে চাষ করতে আসা কৃষকদের মনে আতঙ্ক ছড়ায়।