এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

BSF Jawan নবগ্রামে গান স্যালুট দিয়ে জানান হল বিদায়

Published on: December 15, 2024
BSF Jawan

BSF Jawan বিএসএফ জওয়ানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মুর্শিদাবাদের  নবগ্রামের ছোট বাথান গ্রাম। শনিবার সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এসএফ জওয়ান  রঞ্জিত ঘোষের । জানা গিয়েছে বছর ৩৬ এর রঞ্জিত ঘোষ লালবাগে ৭৩ ব্যাটেলিয়ানে বিএসএফ জওয়ান হিসাবে কর্মরত ছিলেন । কিছুদিন ধরেই তার দুটি কিডনি অকেজ হয়ে গিয়েছিল। কিছুদিন ধরে কলকাতায় তার চিকিৎসা চলছিল।  শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। রবিবার সকালে গ্রামে পৌছায় বিএসএফ জওয়ানের দেহ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

 

BSF Jawan  গ্রামের বাড়ি থেকে বহরমপুর শ্মশানে বিএসএফের পক্ষ থেকে গান স্যালুটে শেষ বিদায় জানান হয় ওই বিএসএফ জওয়ানকে। গান স্যালুট হলো একটি সম্মানসূচক সশস্ত্র স্যালুট যা মূলত শট বা গোলা দিয়ে দেওয়া হয়। এটি সাধারণত মরদেহের সম্মানে বা বিশেষ জাতীয় অনুষ্ঠান, উদযাপন, কিংবা শ্রদ্ধার প্রদর্শনে ব্যবহৃত হয়। গান স্যালুট সাধারণত ২১ বার শট দিয়ে দেওয়া হয়, যা পৃথিবীজুড়ে একটি প্রথা। এই সংখ্যা আন্তর্জাতিকভাবে সম্মানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now