Bryan Adams concert 2024 নস্ট্যালজিয়ায় ভাসালেন রক লিজেন্ড ‘ব্রায়ান’। Bryan Adams শীতের সন্ধ্যায় মিশে গেল “Summer of 69”

Published By: Imagine Desk | Published On:

Bryan Adams concert 2024 শহরের শীতের এক সন্ধ্যা। চির স্মরণীয় মুহূর্তকে আঁকড়ে ধরে রাখতে চাইলেন হাজার, হাজার অগণিত ভক্ত। বহু প্রতিক্ষার পর তিনি এলেন, গান ধরলেন, please forgive me, can’t stop loving you, Summer of ’69’ আর তখনই ব্রায়ান জ্বরে কাবু হল গোটা শহর। কলকাতা সাক্ষী থাকল ম্যাজিকাল ব্রায়ান নাইটের। ডিসেম্বরের শীতে শহরকে নস্ট্যালজিয়ায় ভাসিয়ে দিলেন ব্রায়ান অ্যাডামস। ব্রায়ানের ‘So Happy It Hurts Tour 2024’-এর কনসার্ট শুরু হল কলকাতা থেকেই। রবিবার ব্রায়ানের রক কনসার্টে ছিল উপচে পড়া ভিড়। শনিবার রাতেই কলকাতায় আসেন ব্রায়ন। ভারতের পাঁচটি শহরে পাঁচটি সঙ্গীতানুষ্ঠান করবেন তিনি। প্রথম বার কলকাতায়।

 

Bryan Adams concert 2024- Bryan Adams – So Happy It Hurts Tour 2024

Bryan Adams concert 2024  ‘সামার অফ সিক্সটি নাইন’ এ শহরের এককালের সবচেয়ে জনপ্রিয় গানগুলির অন্যতম। হয়তো ব্রায়ানের জীবনেরও সবচেয়ে বড় মাইফলক। সেই উত্তাল রকতরঙ্গে ডুবাইলেন-ভাসাইলেন ব্রায়ান। কোনও খেদ রাখলেন না সেই গানে।

Canadian singer-songwriter Bryan Adams Lights Up Kolkata With Rocking Performance

Bryan Adams concert 2024  ব্রায়ানের হৃদয়ের সঙ্গে সরাসরি হৃদয় মেলাল শহর। মাস তিনেক আগে থেকে টিকিট কেটে দমবন্ধ অপেক্ষার প্রহর কাটিয়ে যা যা পাওয়ার ছিল, সবই উপচে উঠল ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায়। শেষ হয়েও যেন হল না শেষ! শেষ প্রান্তে দাঁড়িয়ে একা গাইলেন ‘অল ফর লাভ’।

রাজারহাটের অ্যাকোয়াটিকায় বছর ৬৫ র রক স্টারকে কাছ থেকে দেখে, তাঁর গান শুনে এককথায় বাকরুদ্ধ অনুগামীরা। দূর থেকে হাজার হাজার ভক্তরা সারিবদ্ধ হয়েছিলেন তাঁর আসার কয়েক ঘণ্টা আগেই।

Bryan Adams এর ইন্ডিয়া টুরের পরবর্তী কনসার্ট গুলি হবে- শিলং, গুরগাঁও, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে।

এই শহরে প্রথমবার পা রেখে কানাডিয়ান গায়ক জানিয়েছেন এটা তাঁর কাছে চিরস্মরণীয় এক অভিজ্ঞতা। তিনি এ শহরে এক ইতিহাস রচনা করে গিয়েছেন।