এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi News: কান্দিতে তৃণমূলের ব্লক সভাপতির ভাই গ্রেপ্তার, কেন?

Published on: October 29, 2025
Kandi News

                                                   সেভেন এমএম পিস্তল নিয়ে ঘোরাঘুরি, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদনঃ কান্দিতে (Kandi) আগ্নেয়াস্ত্র কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি ইশারুল হকের ভাই আসরাফুল সেখ। তবে  হেফাজতে চাইল না পুলিস। বহরমপুর শহরে কারবালা রোডে পুলিস আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার। একই দিনে কান্দিতেও সেভেন এমএম (৭.৬৫ এমএম) পিস্তল, ওয়ান শাটারের আগ্নেয়াস্ত্র, গুলি বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দু’জন। ওই ঘটনায় পরে গ্রেপ্তার করা হয় ইসারুল হককে। মঙ্গলবার গভীর রাতে কান্দি থানার (Kandi PS) হিজল গ্রাম পঞ্চায়েতের বাগআছরা নিমতলা ঢাল এলাকায় গ্রেফতার করা হয় কুদ্দুস সেখ (৬২), এনামুল সেখকে (৩৯)। পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিস অভিযান চালিয়ে ঘটনাস্থলে তাদের পাকড়াও করে। বাকিরা পালিয়ে যায়। যদিও পরে আসরাফুলকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিস তৃণমূল ব্লক সভাপতির ভাইকে হেফাজতে নেয়নি। তার ১৪ দিনের জেল হয়েছে। ধৃত বাকি দুজনের দুদিনের পুলিস হেফাজত হয়েছে। ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। ব্লক সভাপতি ইশারুল হককে ফোন করলে প্রশ্ন শুনেই ফোন কেটে দেন। পুলিসের বক্তব্য, আশরাফুলের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

আরও পড়ুনঃ Bangladeshi Arrested মুর্শিদাবাদে বাংলাদেশিদের কাছে জাল আধার ! সুর চড়াল বিজেপি

Kandi News

Kandi News পিস্তল নিয়ে এলাকায় কেন ঘোরাঘুরি! মতলব ছিল হাত বদলের? না কি কোনও ডাকাতির ছক ছিল?  যে ঘটনাকে ঘিরে শোরগোল কান্দিতে। নিমতলা ঢাল এলাকায় অভিযান চালিয়ে কান্দি থানার পুলিশ তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার করে দেশি পিস্তল, গুলি, ওয়ান শাটারের আগ্নেয়াস্ত্র। কোনও বৈধ নথি দেখাতে না পারায়  বুধবার কান্দি এসিজেএম কোর্টে তোলা হয় ধৃতদের। আর্মস অ্যাক্টে ২৫/১ (এ) ও বিএনএস ৩/৫  ধারায় মামলা রুজু হয়েছে তিনজনের বিরুদ্ধে। আদালত কুদ্দুস সেখ ও এনামুল সেখের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এবং আশরাফুল সেখের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।

Kandi News কান্দি মহকুমা দেওয়ানী ও ফৌজদারী আদালতের (Kandi ACJM Court) অতিরিক্ত সরকারি আইনজীবী ( Additional Public Prosecutor) শুভ্র মিশ জানান, তিনজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ছিল। পুলিস সূত্র মারফত খবর পেয়ে তল্লাশি করে। তাদের কাছ থেকে দুটো পিস্তল, গুলি উদ্ধার হয়েছে। তাদের নাম হচ্ছে কুদ্দুস সেখ এবং এনামুল। এছাড়াও আরও একজনকে গ্রেফতার করে, যার নাম আশরাফুল।

Kandi News আসামী আইনজীবী বিকাশ নারায়ণ দে বলেন, পুলিস ৫ দিনের হেফাজতে চেয়েছিল। উভয় পক্ষের শুনানির পরে পুলিস হেফাজত হয়েছে কুদ্দুস শেখ ও এনামূল সেখের। দুজনকে ফের ৩১ তারিখে কোর্টে তোলা হবে। আশরাফুলকে পুলিস হেফাজতে চাওয়া হয়নি। তবে কেন আশরাফুলকে পুলিস হেফাজতে চাওয়া হল না তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।

kandi News

Kandi Newsআগ্নেয়াস্ত্রের কারবারে আর কারা যুক্ত? আরও আগ্নেয়াস্ত্র কি গোপন ডেরায় লুকনো? তদন্তে পুলিশ। গোটা ঘটনায় কান্দি জুড়ে চাপানউতোর।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now