Book Review: ‘সকালের রোদ’ তুলে ধরেছে মধ্যবিত্ত জীবনের চেনা ছবি

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ  লেখক অংশুমান রায় মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র | লেখক বরাবই তার ছোট গল্পের মাধ্যমে পাঠক সমাজে সমাদৃত | পূর্বেও লেখকের কিছু বই পাঠক মহলে বেশ পরিচিতি লাভ করেছেন | তবে আমার আজকের আলোচনার বিষয় লেখক অংশুমান রায়ের গল্প সংকলন,’সকালের রোদ’ | এই গল্প সংকলনে মোট ২৬ টি গল্প রয়েছে |

লেখক তাঁর গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন মধ্যবিত্ত সমাজের চিরায়ত ছবি | ঘরে – বাইরের নারী নির্যাতন থেকে দেশ ভাগের যন্ত্রনা, গণনির্বাচন,শ্রমজীবী মানুষের কথা সবই উঠে এসেছে তাঁর গল্পের মধ্যে |বর্তমানে ধর্ম কে আশ্রয় করে মানুষ একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে | রাষ্ট্র নায়কদের ভণ্ডামি দেখেও সবাই নির্বিকার | অংশুমানের লেখায় বেশি করে ফুটে উঠেছে শিক্ষিত সমাজের উদাসীনতার কথা | লেখকের লেখায় তাঁর ব্যক্তি জীবনেরও ছাপ পড়েছে | তাঁর গল্পের চরিত্ররা তাঁর মতোই নরম, আবেগ বিহবল | শুধুমাত্র ‘অসহ্য’ গল্পেই নাতনিটি তাঁর মায়ের বিরুদ্ধে উঁচু স্বরে প্রকাশ পেয়েছে |

লেখক ‘সংসার…’ এর ‘অসহ্য’ ‘দাম্পত্য নাটক’ কাটিয়ে ‘অবসর বেলায়’ ‘ডাইরির পৃষ্ঠা’ উল্টাতে উল্টোতে গল্পের চরিত্র হয়ে ‘সকালের রোদ’ গায়ে মেখে চায়ের কাপে চুমুক দিয়েছেন | আর পাঠকও গল্প পড়তে পড়তে জীবনের ‘দ্বিধাদ্বন্দ্ব’ কাটিয়ে ‘লাল পলাশ’ এর রক্তিম আভায় রাঙিয়ে নেবে নিজেকে | লেখক নিজেও হয়তো তাইই চান |

লেখকের কথোপকথন মূলক লেখনী ভঙ্গি পাঠকে বিশেষ আকৃষ্ট করবে | আর প্রতিটি গল্পেই যেভাবে জীবনের কাছে তুলে ধরেছেন তা পাঠকে বিশেষ ভাবে গল্পের শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে আকৃষ্ট করবে |

বই – সকালের রোদ
লেখক – অংশুমান রায়
প্রকাশনা – শিল্প নগরী
প্রকাশক – কল্যাণ কুমার দাস
প্রচ্ছদ – গৌর গোপাল ভৌমিক
মুদ্রিত মূল্য – ১৫০ টাকা