Book publishing ছাত্র ছাত্রীদের কাছে তিনি প্রিয় দেবজ্যোতি স্যার। তাঁর হাত ধরেই আজ সফলতার শিখরে পৌঁছেছে অনেকেই। দীর্ঘ কর্মজীবনে ফেলে আসা নানা রঙের দিন গুলিই লিখলেন বইয়ের পাতায়। স্নেহের সন্তানসম ছাত্র ছাত্রীদের জন্যই উৎসর্গ করলেন একটি বই। চলার পথে অজস্র স্মৃতি আর অভিজ্ঞতা থেকেই লিখেছেন ‘ নানা রঙের দিনগুলি’। বৃহস্পতিবার বহরমপুর কালেক্টরেট ক্লাব অডিটোরিয়ামে সেই বই এর প্রথম খন্ড প্রকাশ ঘটল। বই প্রকাশ করলেন অধ্যাপক কামাখ্যা প্রসাদ গুহ। গৃহশিক্ষক দেবজ্যোতি বিশ্বাস, গত দশ মাস ধরে নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছিলেন, লেখায় ছিল অজস্র ছাত্র ছাত্রীদের কথা। বহু ছাত্র ছাত্রীদের ভিড়ে শ দুয়েক কে নিয়েই লিখে ফেলেছেন একটি বই। এই বই এর প্রতিটি পাতায় জড়িয়ে বহু স্মৃতি। দীর্ঘ ২৮ বছরের রসায়ন বিভাগে শিক্ষকতা জীবন গৃহশিক্ষক দেবজ্যোতি বিশ্বাসের। তিনি বলেন, প্রথম খন্ড প্রকাশিত হল। বহু ছাত্র ছাত্রীর কথাই বলা হয়নি এখনও। আশা রাখি পরবর্তীতে সেটাও বাস্তবায়িত হবে।
Book publishing এদিনের অনুষ্ঠানে লেখক, শিক্ষক দেবজ্যোতি বিশ্বাস তাঁর শিক্ষকদের সাথেই পাশে পেয়েছিলেন বহু ছাত্র ছাত্রীদের। সংবর্ধনা জানানোর সাথে হয় স্মৃতি চারনা। স্যারের বই প্রকাশনি অনুষ্ঠানে আবেগে ভাসলেন প্রাক্তন পড়ুয়ারা। অনেকেই এখন প্রতিষ্ঠিত। স্যারের ডাকে সাড়া দিয়ে আসেন বই প্রকাশনি অনুষ্ঠানে। বইয়ের কভার পেজেও স্থান পেয়েছে বহু ছাত্র ছাত্রীদের ছবি। স্মৃতির এই কোলাজ নিয়ে নিজেদের প্রিয় স্যারকে শুভেচ্ছা জানালেন সকলেই।