মাসুদ আলি, সামসেরগঞ্জঃ আম বাগানে আম নয়, ব্যাগ ভর্তি তাজা বোমা। পঞ্চায়েত ভোটের আগে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার আমলাশাহী গ্রাম থেকে। শনিবার গভীর রাতে সামসেরগঞ্জ থানার আলমশাহী গ্রামের একটি আম বাগানে তল্লাশি চালায় সামসেরগঞ্জ থানার পুলিশ। আম বাগান থেকেই উদ্ধার হয় , বাজার করার ব্যাগ ভর্তি তাজা বোমা। ব্যাগের মধ্যে ১৪ টি বোমা রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে । রবিবার সকাল থেকেই আম বাগানে মোতায়েন রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা সেখানে বোমাগুলো মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ । পঞ্চায়েত ভোটের আগে সামসেরগঞ্জে আম বাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বাজার করার ব্যাগে আম নয়, রাখা তাজা বোমা ! সামসেরগঞ্জে আম বাগানে পাহারায় পুলিশ
Published By: Madhyabanga News |
Published On:
