মাসুদ আলিঃ সামসেরগঞ্জঃ তৃণমূলের বিজয় মিছিলেও বোমা ! ভোটে জেতার উল্লাসের মধ্যেই বাজি ফাটানোকে কেন্দ্র করে মিছিলে বোমা হামলার অভিযোগ উঠেছে সামসেরগঞ্জে । বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। ঘটনায় উত্তেজনা ছড়াল সামশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুর এলাকায়। সামশেরগঞ্জে পঞ্চায়েত ভোটে ৯টির মধ্যে তৃণমূল একাই ৮টিতে জিতেছে। পঞ্চায়েত সমিতিও তাঁদের দখলে। এই ফলাফলের পর বুধবার সকালে সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া পঞ্চায়েতের পূর্ব দেবীদাসপুর এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকেরা মিছিল বের করে। সেখানেই বাজি ফাটানোকে কেন্দ্র করে কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে বচসা বাধে বলে অভিযোগ। এরপরই মিছিল লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার গুরুতর আহত হন অসিকুল আলম নামে এক তৃণমূল কর্মী। এই ঘটনায় কংগ্রেসের দিকেই অভিযোগ তুলছে তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আহতকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে পাঠান হয়। যদিও বোমা হামলার অভিযোগ মানতে নারাজ কংগ্রেস।