নিজস্ব সংবাদাতা, রানিনগরঃ সর্ষের জমিতে ব্যাগ বোঝাই করে রাখা তাজা বোমা। এমন কান্ডই সামনে এল মুর্শিদাবাদের রানিনগরে। রানিনগর থানার পানিপিয়া এলাকায় মাঠের মধ্যে সর্ষের জমিতে তাজা সকেট বোমা উদ্ধার হয় । বুধবার রাতে রানিনগর থানার পুলিশ মাঠের মধ্যে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে।
সারারাত পুলিশ সেই বোমা পাহারায় রাখে। বৃহস্পতিবার সকালে বোম্ব স্কোয়াড এসে সেই বোম নিস্ক্রিয় করে। একইদিনে খড়গ্রামের মাড়গ্রাম এলাকার রতনপুরেও উদ্ধার হয় তাজা বোমা।
জেলায় দুইপ্রান্তে বোমা উদ্ধারের ঘটনায় উঠে আসছে সেই বোমা চাষের ছবি? আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই বোমার কারবারিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।