বোমা উদ্ধার সুতি ও হরিহরপাড়ায়! পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশ্নের মুখে জেলার নিরাপত্তা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে তাজা বোমা। শনিবার রাতে রবিবার সকালে সুতি ও হরিহরপাড়ার উদ্ধার হল তাজা বোমা। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে সুতির লক্ষ্মীপুরের মাঠ থেকে উদ্ধার হয় বালতি ভর্তি তাজা বোমা। পঞ্চায়েত ভোটের নমিনেশন চলার মাঝেই বোমা উদ্ধারে আতঙ্কিত স্থানীয়রা। উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডে।

সুতির পাশাপাশি হরিহরপাড়াতেই উদ্ধার হল তাজা বোমা। রবিবার সকালে হরিহরপাড়া থানার লালনগর ঘোষপাড়া সংলগ্ন এলাকায় উদ্ধার হয় ঝোলা ভর্তি তাজা বোমা। ঝোলার মধ্যে বালির সাথে ছিল তাজা সকেট বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বোমা উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হরিহরপাড়ার বোমা উদ্ধারের পর শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের রাজনৈতিক চাপানউতোরও।

তবে কে বা কারা কী উদ্যেশ্যে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরু হতেই যেভাবে জেলার ব্লকে ব্লকে বোমা উদ্ধারের খবর আসছে তাতে আদৌ কতটা শান্তিপূর্ণ হবে পঞ্চায়েত ভোট তা নিয়ে প্রশ্ন উঠছে জেলাবাসীর মনে।