Bomb Recovered পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের বাইরে বোমা! তদন্তে পুলিশ

Published By: Imagine Desk | Published On:

Bomb Recovered ডোমকলে বোমা বিস্ফোরণের পরের দিনই রানিনগরে উদ্ধার হল দুই ব্যাগ ভর্তি বোমা। পোল্ট্রি ফার্মের মধ্যে থেকে উদ্ধার হয় এই বোমা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রানীনগরের ডেপুটিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের ভেতরে এই বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় এক বাসিন্দা সহিদুল ইসলাম বলেন, রাতে হঠাৎ এলাকায় পুলিশ আসে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাচ্চারা খেলাধুলো করে, গরু, বাছুর আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানা নেই। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় কর‍তে খবর দেওয়া হয়েছে বম্ব  ডিসপোজাল স্কোয়াডকে।