নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ খড়গ্রাম, রানিনগরের পর এবার হরিহরপাড়ায় উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা। শুক্রবার সাত সকালে হরিহরপাড়ার রামপাড়া ভান্ডারদহ এলাকায় রাস্তার পাশে গাছের গোঁড়ায় রাখা ছিল বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে বোমার ব্যাগ পরে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। জনবসতিপূর্ন এলাকায় রাস্তা পাশে বোমার ব্যাগ পরে থাকার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের খড়গ্রাম ও রানিনগরে উদ্ধার হয়েছিল বোমা। এবার হরিহরপাড়ায় বোমা উদ্ধারে জেলায় বোমা চাষের প্রশ্ন উঠে আসছে আবারও।
ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়
Published on: December 15, 2023









