শক্তিপুরে কংগ্রেস প্রার্থীর বাড়িতেই বাঁধা হচ্ছিল বোমা ? আহত ২

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙ্গাঃ  পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোটে বাকি আর কয়েকটা দিন, তার আগেই এবার শক্তিপুরে বোমা বিস্ফোরণে জখম দুজন। শক্তিপুরে কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ বলে অভিযোগ। জানা গিয়েছে মঙ্গলবার রাতে শক্তিপুর থানার কোরাল পুকুর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে জখম হন সালারের সরমস্তপুরের বাসিন্দা জামিরুল সেখ ও শেরফুল মোল্লা। তাঁদের প্রথমে শক্তিপুর হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসয়াপাতালে ভর্তি করা হয়। যদিও বিস্ফোরণের অভিযোগ মানতে নারাজ কংগ্রেস প্রার্থীর পরিবার রাবেয়া বিবি।

বেলডাঙা ২ পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি ইন্দ্রনীল প্রামানিকের   অভিযোগ ভোটের সন্ত্রাস চালাতে কংগ্রেস প্রার্থী ও তার ছেলের কথায় বোমা বাঁধতে এসেছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ১৬৩  নম্বর বুথের কংগ্রেস প্রার্থী হায়দার মল্লিকের বাড়ির দৌলতায় একটি ঘর সিল করে দেয়। অভিযোগ সেখানে  নাকি বোমা বাঁধা হচ্ছিল। ভোটের আগে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃত্ব। বহরমপুরের সাংসদ  অধীর রঞ্জন চৌধুরীর    দাবী বোমা বাঁধতে গিয়ে ঘটেছে না বোমা মারা হয়েছে তা তদন্ত করুক পুলিশ। রাজনৈতিক তাপ উত্তাপের মাঝেই দিকে দিকে যেভাবে বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণের মতো ঘটনা সামনে আসতে তাতে আদেও কতটা শান্তিতে মিটবে পঞ্চায়েত ভোট তা নিয়ে প্রশ্ন উঠছে।