এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raghunathganj News: ঘুম ভেঙেই রঘুনাথগঞ্জবাসী দেখল হাড়হিম কাণ্ড

Published on: September 7, 2025

নিজস্ব প্রতিনিধিঃ মাঠের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ। রবিবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ Murshidabad জেলার রঘুনাথগঞ্জের Raghunathganj জরুর গ্রামে। মৃতের নাম কায়েম শেখ। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা কায়েম শেখ বালির ব্যবসা করতেন। রবিবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের পাশে একটি পুকুর পাড়ে কায়েমের রক্তাক্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের দাবি, খুন করা হয়েছে যুবককে।

Raghunathganj News: মৃতের আত্মীয় জাবের আলি বলেন, আজ সকালে খবর পায়, কায়েমকে খুন করে ফেলে রাখা হয়েছে। মনে হচ্ছে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। কীভাবে যুবকের মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিস। রাতের অন্ধকারে ওই ঘটনা ঘটেছে কি না খতিয়ে দেখা হচ্ছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আশেপাশের গ্রামের অনেকে ভিড় করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now