এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বিডিও’র চেম্বারে তৃণমূলের সভা। বিতর্কে বিধায়ক ইদ্রিশ আলি

Published on: April 11, 2023

নিজস্ব সংবাদদাতাঃ ভগবানগোলাঃ ১১ এপ্রিলঃ  ফের বিতর্কের কেন্দ্রে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। সোমবার ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও-র চেম্বারে বসে তৃণমূলের অনলাইন বৈঠকে যোগ দিলেন তৃণমূল নেতারা  ।  সোমবার অনলাইন বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দোপাধ্যায় সেই ভার্চুয়াল বৈঠকে বিধায়কের সাথেই বিডিও’র চেম্বারে ছিলেন ভগবানগোলা তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরাও। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
বিধায়ক ইদ্রিশ আলির সাফাই, বিডিও’র অনুমতি নিয়েই করেছেন বৈঠক। বিধায়কের অফিসে নেই ইন্টারনেটের ব্যবস্থা। অনলাইন বৈঠকের জন্য তাই আবেদন জানিয়েছিলেন বিডিওকে। সহযোগিতা করেছেন বিডিও।  বিধায়কের দাবি, বিডিও’র চেয়ারে নয়। গেস্ট চেয়ারে বসেছিলেন তিনি। তবে বিডিও’র চেম্বারে কেন করলেন দলের সভা ? এই বিষয়ে সদুত্তোর দিতে পারেন নি বিধায়ক।
ভগবানগোলা ২ ব্লকের বিডিও মোহম্মদ ওয়ারশিদ খান  MD. WARSHID KHAN, WBCS(Exe.) যদিও দাবি করেছেন, শুধুমাত্র বিধায়ককেই বৈঠক করার অনুমতি দিয়েছিলেন তিনি। দলের অন্য নেতারা চলে আসবেন সেটা বুঝতে পারেন নি। সোশ্যাল মিডিয়ায় বৈঠকের  ছবি সামনে আসায় শুরু রাজনৈতিক তরজাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now