পর্ষদের নির্দেশে চাকরি বাতিল মুর্শিদাবাদের ২৬ জন প্রাথমিক শিক্ষকের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ টেট পাশ না করেই জুটেছিল প্রাথমিক শিক্ষকের পদ । পর্ষদ সূত্রে খবর,  রাজ‍্যের ৯৪ জন এমন শিক্ষকের মধ‍্যে মুর্শিদাবাদ জেলার ২৬ জন রয়েছেন। ওই শিক্ষকদের চাকরি বাতিলের জন‍্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে শুক্রবার নির্দেশ দিয়েছে পর্ষদ। ওই দিনই পর্ষদ বাতিল হওয়া ৮৯ জনের তালিকা প্রকাশ করেছে । নবগ্রাম ও জলঙ্গির চার, খড়গ্রাম ও সুতির তিন, কান্দির দুই ও সমশেরগঞ্জ, ভরতপুর, সাগরপাড়া, বড়ঞা,রেজিনগর,নওদা, ডোমকল ও বহরমপুরের একজন করে বাসিন্দার নাম তালিকায় আছে। অভিযোগ, ২০১৪ সালে টেট পাশ করেননি। অথচ ওই যোগ্যতায় ২০১৬ সাল থেকে জেলার বিভিন্ন স্কুলে প্রাথমিক শিক্ষকের চাকরি করছিলেন অভিযুক্তরা। এ ব‍্যাপারে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত বলেন, আমি এখনও এমন কোনও নির্দেশ পর্ষদ থেকে পাইনি। ফোন ধরেন নি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অপর্ণা মণ্ডল।
২০১৪ সালের টেট উত্তীর্ণরা ২০১৬, ২০১৭, ২০১৮ সালে রাজ‍্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষক পদে নিয়োগ হয়েছিলেন। কিন্তু তাদের অনেকেই টেট পাশ না করে সেই সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সিবিআইকে দিয়ে অভিযোগের তদন্ত করায়। সিবিআই ৯৬ জন প্রাথমিক শিক্ষককে নিয়ে সন্দেহ প্রকাশ করে। তখন আদালতের নির্দেশে পুনরায় নথি পরীক্ষা করতে বসেছিল পর্ষদ। গড়মিল ধরা পরে তখনই। পর্ষদের সামনে ওই শিক্ষকরা তাঁদের টেট সাফল্যের নথি দেখাতে পারেন নি বলেই চাকরি বাতিল তালিকায় নাম উঠেছে ওই শিক্ষকদের।