রক্তে ভেজা মাটি

Published By: Madhyabanga News | Published On:

নন্দলাল বসুর জন্মদিন উপলক্ষে তাঁরই আঁকা ছবি নিয়ে লিখলেন চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত

আজ থেকে একশো তিন বছর আগে জলরঙে আঁকা ছবি। রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে দুটি মানুষ। একজন পুরুষ, দ্বিতীয়জন নারী। পুরুষের অবলম্বন লাঠি, দৃষ্টিহীন প্রতিবন্ধী। নারীর পায়ের আঙুল ঈষৎ সন্ত্রস্ত ভাঙা তীরের স্পর্শে।

নন্দলালের আঁকা ছবি ‘কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র ও গান্ধারী।’

এ ছবির স্রষ্টা শিল্পাচার্য নন্দলাল বসু। আজ ৩ ডিসেম্বর তাঁর জন্মদিন। ছবিটির নাম ‘কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র ও গান্ধারী।’
ধর্মযুদ্ধের রক্তে রাঙা মাটি। সেখানে মিশে আছে শতপুত্র ও সহস্র সেনানীর শেষ আর্তনাদ। মিশে আছে বহু প্রিয় ধার্মিকেরও শোণিতধারা। অন্ধপিতা ও মাতা দাঁড়িয়ে আছেন, চোখে দেখার শক্তি নেই তাঁদের। শুধু শরীর দিয়ে অনুভব করেন মানুষের অ-সভ্যতা।
যুদ্ধ বিক্ষুব্ধ আজকের পৃথিবীতেও এ ছবি কত না প্রাসঙ্গিক। আচার্য নন্দলাল আমাদের মনে করিয়ে দিয়েছেন অন্যায়ের ছুরির কোনো বাঁট হয় না, যে মারে সে নিজেও রক্তাক্ত হয়। আত্মজের রক্তে স্নান করে অভিশপ্ত মানুষ।