জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে রক্তদান শিবির বহরমপুরে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কেউ ভয় কাটিয়ে মাঝ বয়সে প্রথম রক্ত দিলেন প্রথমবার কেউ আবার ১০ বার রক্ত দিলেন। এমনই ছবি দেখা গেল বহরমপুরের এক রক্তদান শিবিরে। বছর ৩৫ এর কৃষ্ণেন্দু ঘোষ বহরমপুরের বাসিন্দা। এই প্রথম রক্তদান করলেন। প্রথম রক্তদান করেই জানালেন ভয় নয় সকলে এগিয়ে আশুন রক্তদান শিবিরে। কেউ প্রথমবার রক্তদান করলেও অনেকেই আবার দীর্ঘদিন ধরেই রক্তদান করে আসছেন বিভিন্ন শিবিরে। এমনই এক মহিলা রক্তদাতা এবার দশমবার রক্তদান করলেই এই শিবিরে। দশমবার রক্তদান করে কী জানালেন মহিলা রক্তদাতা। জগগ্ধাত্রী পুজো উপলক্ষে এবার ১২তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিল বহরমপুরের সিটি ক্লাবের সদস্যরা। ষষ্ঠীর সকালে ক্লাব প্রাঙ্গণে হয় এই শিবিরে। রক্তদাতাদের উৎসাহ দেখে খুশি আয়োজন ক্লাবের সদস্যরা।

ক্লাবের সম্পাদক রাজু ঘোষ জানান, ‘এটি আমাদের ১২তম বর্ষ এবং এত বছর ধরে আমরা পুজো করে আসছি। কিন্তু এখনও পর্যন্ত সমাজের জন্যে কিছু করতে পারিনি। তো এইবার আমরা সমাজের অন্যতম যে মূল সমস্যা রক্তের সেই ঘাটতি মেতানর জন্যে, আমি এবং আমাদের এই ক্লাব (সিটি ক্লাব) উদ্যোগ গ্রহন করেছে রক্তদান শিবিরের। সকাল থেকে কমিটির সদস্যরা তো এসেছেনই পাশাপাশি আশেপাশের এলাকার মানুষও এসে যোগ দিয়েছেন। এই মহৎ কাজের জন্যে।’