বহরমপুরে রক্তদান শিবির সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্ক, বহরমপুরঃ রক্তদান একটি মহৎদান। আমাদের দেশে শিশুরা বহুল পরিমাণে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। সাধারণত মায়ের থেকে বাচ্চার মধ্যে এই রোগ যায়। মুর্শিদাবাদ জেলাতেও থ্যালাসেমিয়াতে আক্রান্তের সংখ্যা বেশ অনেকটাই। ২০২১-২২-এর এনএফএইচএস-৫ (ন্যাশানাল ফ্যামিলী হেলথ সার্ভে)-এর রিপোর্ট অনুযায়ী জেলায় যে সমস্ত মেয়েদের বয়স এই মুহূর্তে ২০-২৪ বছর তাঁদের মধ্যে ৫৫.৪% মেয়ে ১৮ বছরের আগে বিয়ে হয়। যেটি এনএফএইচএস-৪ -এর তুলনায় প্রায় ২% বেশি। ফলস্বরূপ বলা চলে আমাদের জেলায় এখনও বাল্য বিবাহের পরিমাণ বেশি। এবং সেই কারণেও জেলাতে থ্যালাসেমিয়ার প্রকোপ বেশ অনেকটাই। এবং সেখানে দাড়িয়ে এই রক্তদান শিবিরের মতন উদ্যোগ একটি বড় হাতিয়ার হতে পারে।

রক্তের চাহিদা মেটাতে উৎসব আবহেই রক্তদান শিবিরে এগিয়ে এলো সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে এই রক্তদান শিবিরে অংশ নিলেন বহু মানুষ। এদিন উৎসাহের সঙ্গে ইমাম মোয়াজ্জেন, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের কর্মী আধিকারিক থেকে বহু সাধারণ মানুষ রক্তদান করেন। মুর্শিদাবাদ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আধিকারিক রেনুকা খাতুন জানান, “প্রায় তিন বছরের আবার আমরা এই রক্তদান শিবির করতে পারলাম। শেষ ২০২০ সালে আমরা আয়োজন করেছিলাম। যেহেতু এই জেলাতে জনসংখ্যা বেশি ফলে, রক্তের চাহিদাও অনেকটা। এবং সেই চাহিদা পূরণ করতেই আমাদের এই উদ্যোগ। ” মূলত উৎসবের মরশুমে রক্ত সংকট মেটাতেই এই শিবির বলে জানান সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা। রক্ত দিতে পেরে খুশি রক্তদাতারাও। এদিন রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন জেলা শাসক রাজর্ষি মিত্র।