নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ কথা ছিল একশো দিনের কাজের বকেয়া টাকা পাওয়ার দাবিতে পথ সভায় কেন্দ্রের বিরোধিতা করার। কিন্তু সেই পথসভা পরিণত হল তৃণমূলের কোন্দল সভায়। স্থানীয় ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাশের ব্লকের সভাপতি। যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল নেতারা।ভরতপুর ১ নম্বর ব্লকের জজান অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে পথসভার আয়োজন করা হয় । এই সভায় ভরতপুর ১ এর দক্ষিণ সাংঠনিক ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না উত্তর সাংগঠনিক ব্লক সভাপতি সঞ্জয় সরখেল।সভা থেকে তাঁকেই নিশানা করেন নজরুল। সঞ্জয়ের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তুলেছেন তিনি। নাম না করে সঞ্জয়কে ‘কুম্ভকর্ণ’ বলে কটাক্ষ করেন নজরুল। তিনি বলেন, এই ব্লকের সভাপতি ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা ঘুমিয়ে থাকেন। দলের কাজও করেন না। দলীয় কর্মসূচীতেও অংশ নেন না। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সঞ্জয়ের অঞ্চল থেকে বিজেপি চোদ্দশো ভোট বেশি পায় বলে অভিযোগ নজরুলের। তিনি বলেন, “ এর থেকে পরিস্কার হয় সে ব্যর্থ না হয় তিনি বিজেপির হয়ে ভোট করিয়েছেন। দল এই ধরনের নেতাকে প্রশয় দেয়নি, আগামী দিনেও দেবে না।“ তবে নজরুলকে ছাড়েননি সঞ্জয়ও। নজরুলকে পালটা “কুকুর” বলে কটাক্ষ করে তিনি বলেন, একজন দল বদলু নেতার কাছ থেকে আমাকে রাজনীতি শিখতে হবে? কুকুরের মতো কে কোথায় কী বললেন তাঁর জবাব আমাকে দিতে হবে?