BJP Joining Burwan Burwan BJP Joining হুমায়ুনের মসজিদ শিলান্যাসের পরের দিনই তৃণমূলে ভাঙ্গন
BJP Joining Burwan Burwan BJP Joining গত বিধানসভা ভোটে বড়োয়ায় কম মার্জিনে জয়লাভ করেছিলেন তৃনমূলের জীবনকৃষ্ণ সাহা। গত লোকসভা ভোটে সেখানে এগিয়ে ছিল বিজেপি। দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জেলে। এই আসনকে পাখির চোখ করেছে বিজেপি। সম্প্রতি সেখানে সভা করে জেলায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার মুর্শিদাবাদে তৃণমূলের প্রথম জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাসকে দলে টানল বিজেপি। এদিন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন তৃণমূলের কান্দি মহকুমার সংখ্যালঘু সেলের সভাপতি শামশুল আলম রিপণ সহ ১৫২ জনকে যোগদান করান।
আরও পড়ুনঃ Humayun Kabir MIM: আসাদুদ্দিনের মিমের সঙ্গে জোট করে ভোটে লড়ার ঘোষণা হুমায়ুনের
BJP Joining Burwan Burwan BJP Joining হুমায়ুনের মসজিদ শিলান্যাসের পরের দিনই তৃণমূলে ভাঙ্গন। এদিন বড়ঞার ডাকবাংলা এলাকায় বিজেপির কার্যালয়ে হয় যোগদান সভা। সেখানেই বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের হাত ধরে বিজেপি যোগদান করেন বৈদ্যনাথ দাস সহ বিভিন্ন দল থেকে কর্মী সমর্থকেরা। ২০১৬ সালে তৃণমূলের প্রতীকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পান বৈদ্যনাথ দাস। বিজেপি নেতৃত্বের দাবি, বড়ঞা বিধানসভা এবার তৃণমূলের বিদায় হবে।
BJP Joining Burwan Burwan BJP Joining মলয় মহাজন বলেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীধর ঘোষ, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামলী দাঁ, প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও যুব সভাপতি নূর ইসলাম সেখ, বুথের বর্তমান সভাপতি বিজয় পাল, সিপিএম থেকে এসেছেন গুলাই সেখ, কংগ্রেস থেকে সোমনাথ ঘোষ, তৃণমূল থেকে হারাধন দাস, মহম্মদ নায়েক, সোমনাথ আলম, রণশ্রী ভল্লা, রূপালি ভল্লা, বীরেন কুমার ভল্লা,ধানারুল সেখ, পাপিয়া দাস, রামকৃষ্ণ ধীবর সহ ১৫২ জন বিজেপিতে যোগ দিয়েছেন।

BJP Joining Burwan Burwan BJP Joining এই বিষয়ে কান্দি মহকুমার সংখ্যালঘু সেলের সভাপতি শামশুল আলম রিপণ বলেন, আমি তৃণমূল কংগ্রেসের কান্দি মহকুমার সভাপতি ছিলাম। তৃণমূলের সীমাহীন দুর্নীতি। প্রতিটি জায়গাতে এদের টাকা ছাড়া কথা নেই। আমার ঘরণী পঞ্চায়েতের টিকিট পায় না। পঞ্চায়েতের টিকিট নিতে গেলে আড়াই লক্ষ টাকা নেবেন বলেন এখানকার ব্লক সভাপতি। ২০১৩ সাল থেকে এই দল ওতপ্রোত ভাবে করি। আমি সুন্দরপুর পঞ্চায়েতের আইএনটিটিউসি সেলের অঞ্চল সভাপতিও ছিলাম।
BJP Joining Burwan Burwan BJP Joining এই বিষয়ে বরোঁয়া দক্ষিণের ব্লক সভাপতি মাহে আলম বলেন, প্রাক্তন সভাধিপতি ২০২১ সালে দল ছেড়ে চলে গিয়েছেন। তাঁকে নিয়ে আর নতুন করে কিছু বলতে চায় না। আর বিজেপি সাজিয়ে বলে দিচ্ছে তৃণমূল থেকে এসেছেন। নিজেকে হাইলাইট করা এঁদের মূল বিষয়। তৃণমূল কংগ্রেসের কেও যোগদান করেনি।
এদিকে মলয় মহাজন বলেন, রাজনীতির ক্ষেত্রে তৃণমূল যে দুর্নীতির পাহাড় এখানে তৈরি করেছে, এখানে জীবনকৃষ্ণ সাহা বড়োয়াকে যেভাবে কালিমালিপ্ত করেছে সেই কাদা সামনের দিনে আমরা ধুয়ে দিতে চাই। হুমায়ুন কবির, মমতা ব্যানার্জিরা অনেক ভাগাভাগি করছেন। আমার এটাই বলার সব ভাগাভাগিকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির প্রতি সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। শুধু সংখ্যালঘুরা নয়, সব দল থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। এই এসআইআর আবহে সাম্প্রদায়িকতার উস্কানির মধ্যেও মানুষ সরকার তৈরি করবার জন্যে ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে আসছেন। এটাই আমাদের ইতিবাচক দিক বলে মনে করছি।















