শিশু মৃত্যু কান্ডে মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারকে ডেপুটেশন বিজেপির

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল সুপারকে ডেপুটেশন জমা দিল বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চা। ৬ই ডিসেম্বর বুধবার থেকে বৃহস্পতিবার ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ১০ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। শিশু মৃত্যুর ঘটনায় শুক্রবার ও শনিবার দুদিন মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য দপ্তর ও পরিবার পরিকল্পনা আধিকারিকেরা। তারা অপুষ্টির কারণে শিশু মৃত্যুর কথা জানান। এই ঘটনায় রবিবার দুপুরে বহরমপুরে মিছিল করে বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার মিছিল মেডিক্যাল কলেজের এমএসভিপি অফিসের সামনে শেষ হয়। এরপর ডেপুটেশান দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চা নেতৃত্ব প্রশ্ন তোলেন শুধুই কি অপুষ্টি নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখতে হবে। বহরমপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুজয় রায় জানান, “মমতা দিদির উন্নয়নের জোয়ারে এবং ভাইপোর নব জোয়ারে বলি হতে হল আমাদের জেলার এই দশজন শিশুকে। এটা শিশু মৃত্যু বলা হচ্ছে, আসলে এটি শিশু খুন বলা উচিত। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা। তারই ফল হিসেবে এই দশ শিশুর মৃত্যু।”

এই ঘটনায় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীকে কটাক্ষ করেন মহিলা মোর্চা নেতৃত্ব। বহরমপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভাপতি সুস্মিতা চৌধুরী জানান, “বর্তমানে মুখ্যমন্ত্রী পাহাড়ে গিয়ে চা তুলতে ব্যস্ত। ওনার কী কোন বিবেক বলে কিছু আছে? মুর্শিদাবাদে এতজন শিশুর মৃত্যু হল। এতগুলো মায়ের কোল খালি হয়ে গেল। কান্নায় ভেঙে পড়েছেন মায়েরা। সেই সব না দেখতে পেয়ে পাহাড়ে ফাঁকায় হাঁসি ফোটাতে গিয়েছেন।”