Farakka Election Result লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় ভালো ফল করলেো ফরাক্কা বিধানসভা (Farakka Vidhan Sabha) এলাকার ফলাফলে তৃণমূলের চিন্তা কয়েক গুন বাড়াচ্ছে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তগত ফরাক্কা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কংগ্রেস প্রার্থীর থেকে প্রায় ৪০ হাজার ভোটে পিছিয়ে।
এক নগরে দেখা নেওয়া যাক ফারাক্কা বিধানসভা এলাকায় কোন দল কত ভোট পেয়েছে।
এখানে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী (Isha Khan Chaudhari) ভোট পেয়েছেন ৮৭৭৬৫ ।
তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান (Shahnawaz Ali Raihan) ভোট পেয়েছেন ৪৭৩২৩ ।
বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chaudhury) ভোট পেয়েছেন ৩৬৯৩১ ।
মুর্শিদাবাদের (Murshidabad) দুটি বিধানসভা কেন্দ্রে মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পরে। সেদুটি হল ফারাক্কা ও সামশেরগঞ্জ। এবার লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এই কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও তৃণমূল চলে গিয়েছে তৃতীয় স্থানে। তৃণমূলের থেকে কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যবধান ২৭১৩৬৯ ভোট। ফারাক্কা বিধানসভায় বেশি লিড পেয়েছে কংগ্রেস প্রার্থী।
গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। তবে লোকসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় ৪০ হাজার ভোটে পিছিয়ে পড়ায় তৃণমূলের ঘারে নিঃশ্বাস ফেলছে। ২০২৬ এর বিধানসভা ভোটে কংগ্রেস এই ব্যবধান ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।