বহরমপুর পৌরসভায় আশাবাদী বিজেপি। শনিবার সকালে প্রচারে এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ যেভাবে রাজ্য পুলিশ দিয়ে ভোট হচ্ছে, আমরা আশঙ্কায় আছি। এই শহরে আমাদের সাংগঠনিক শক্তি ভালো। এখানে আমরা লড়াই করবো, প্রতিরোধ করবো ” ।
সুকান্ত বলেন, বেশিরভাগ জায়গাতেই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে না। মুর্শিদাবাদে এসে সিএএ নিয়েও সরব হন সুকান্ত। এদিন দলের নেতাদের সাথে নিয়ে বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে এসে পুজোও দেন সুকান্ত মজুমদার।