BJP Bandh মুর্শিদাবাদে রেল অবরোধ বিজেপির

Published By: Madhyabanga News | Published On:

BJP Bandh বুধবার, বাংলা জুড়ে চলছে বিজেপির ধর্মঘট। সকাল থেকেই বনধ সফল করতে মুর্শিদাবাদে রেল অবরোধ বিজেপির। এদিন সকালে মুর্শিদাবাদ স্টেশনে রেল অবরোধ করে বিজেপি। আটকে যায় ভাগীরথী এক্সপ্রেস। বিজেপি সমর্থকরা মুর্শিদাবাদ এর বিধায়ক গৌরীশংকর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখান ট্রেনের সামনেই। বেশকিছুক্ষণ পর ওঠে অবরোধ। জেরে দেরিতে চলছে ট্রেন।BJP Bandh rails are not running in murshidabad

বেলা গড়াতে সেই একই ছবি উঠে আসল সুতির নিমতিতা স্টেশনেও। এদিন বেলা ১১টা নাগাদ নিমতিতা স্টেশন সংলগ্ন রেল গেটের সামনে কার্যত রেল লাইনে ওপরেই শুয়ে পরলেন বিজেপি নেতা ধনঞ্জয় ঘোষ। কর্মী সমর্থকদের সাথে নিয়ে চলন্ত মালগাড়ির সামনে দাঁড়িয়ে পরেন তারা। কিছুক্ষণ মালগাড়ি থামিয়ে চলে বিক্ষোভ। রেল পুলিশের তৎপরতায় ওঠান হয় তাদের। ধনঞ্জয় ঘোষ তিনি জানান, “আর জি করে যে ঘটনাটি ঘটেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানায়। বাংলার ছাত্র সমাজ যেভাবে গর্জে উঠেছে। সেই গর্জনের সামনে বিসর্জন হয়ে যাবে তৃণমূল সরকারের। আজ আমরা বনধের সমর্থনে ট্রেন আটকিয়ে প্রতিবাদ দেখায়।”