BJP’তে যাওয়া ভুল সিদ্ধান্ত, তৃণমূলে ফিরে বললেন গৌতম

Published By: Madhyabanga News | Published On:

ভুল সিদ্ধান্ত ছিল বিজেপি’তে যাওয়া। তৃণমূল কংগ্রেসে ফিরে বললেন ২০২১’এর নির্বাচনে কান্দির বিজেপি প্রার্থী গৌতম রায়। গৌতম রায় বলেন, “আবেগবশত বিজেপিতে গিয়েছিলেম, ভেবেছিলাম মানুষের জন্য অনেক কিছু করা যাবে। আজকে এসে বুঝতে পারছি সেটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমরা উপলব্ধি করেছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃবে দল করলে মানুষের কাজ করতে পারবো”।

দলের বিধায়ক, পৌরসভার প্রশাসককে সম্মান দিয়েই দল করবেন বলে জানিয়েছেন গৌতম।
তবে গৌতমের দলে ফেরা নিয়ে অসন্তোষ রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই। গৌতম রায় তৃণমূলের মধ্যেও অপূর্ব সরকার বিরোধী বলেই পরিচিত ছিলেন। কান্দী পৌরসভার পৌরপিতাও ছিলেন গৌতম রায়। পৌরসভা ভোটের আগে দলে ফিরে পৌরসভায় হারানো দখল  ফিরে পেতে চাইছেন গৌতম।

দলবদল নিয়ে কার্যত নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনী সিংহ রায়। শাওনী জানিয়েছেন, দলের রাজ্য সভাপতি, জেলা সভাপতির অগোচরেই এই ঘটনা ঘটেছে। গৌতম রায়, সেন্টু মুখার্জিদের দলে ফেরাকে জেলার তৃণমূল কংগ্রেস আদৌ অনুমোদন দেবে কিনা এখন সেই দিকেই নজর কান্দির মানুষের।