Biswa Bangla Sharad Samman 2025 প্রতিমা থেকে মণ্ডপ- মুর্শিদাবাদে সেরা পুজোর তালিকায় কারা?

Published By: Imagine Desk | Published On:

Biswa Bangla Sharad Samman 2025 সেরা প্রতিমা থেকে সেরা মণ্ডপ, পুজোর মাধ্যমে আবার সমাজ সচেতনতার পাঠ। মুর্শিদাবাদ জেলার কোন পুজো এবার পেল সেরার তকমা। কোন পুজোর প্রতিমা, মণ্ডপ, পরিবেশ সেরার শিরোপা অর্জন করল? পঞ্চমীতেই হল প্রতিক্ষার অবসান। এবছর “বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫” এ চারটি বিভাগে মুর্শিদাবাদ জেলায় মোট ১৩ টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা সমাজ সচেতনতায় কোন পুজো এবছর সেরা? দেখে নিন এক ঝলকে।

Biswa Bangla Sharad Samman 2025 বহরমপুরে সেরা পুজো সৈদাবাদের কুহেলী সংঘ দুর্গা পুজো কমিটি

Biswa Bangla Sharad Samman 2025 বহরমপুর মহকুমায় সেরা পুজো সৈদাবাদের কুহেলী সংঘ দুর্গা পুজো কমিটি। জঙ্গিপুরে সেরা সম্মতিনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কান্দিতে সেরা পুজো অরবিন্দ স্পোর্টিং ক্লাব।

বহরমপুরের সেরা পুজো সৈদাবাদের কুহেলী সংঘ

 

Biswa Bangla Sharad Samman 2025 সেরা প্রতিমায় “বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫” সম্মান পেল-

Biswa Bangla Sharad Samman 2025 বহরমপুরে সেরা প্রতিমা বিষ্ণুপুর আমরা কজন ক্লাব এবং মধ্য সৈদাবাদ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। জঙ্গিপুরের সেরা প্রতিমার সম্মান পেল বিবেকানন্দ ক্লাব।

Biswa Bangla Sharad Samman 2025 সেরা মণ্ডপ কাদের?

Biswa Bangla Sharad Samman 2025 সেরা মণ্ডপের তকমা পেল ডোমকল ২৪ পল্লি, লালবাগের আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব এবং বহরমপুরের মিলন সংঘ দুর্গা পুজো কমিটি এবং আমড়াতলা দুর্গা পুজো কমিটি।

Biswa Bangla Sharad Samman 2025   থিমের পুজোর মাধ্যমেই দেওয়া হয়েছে সমাজ সচেতনতার পাঠ। যার মধ্যে ” সেরা সমাজ সচেতনতা” বিভাগে শারদ সম্মানে সম্মানিত হয়েছে কান্দি মহকুমার মসাডডা দক্ষিনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। বহরমপুর মহকুমার নবরুপ সংঘ। লালবাগ মহকুমার কাশিগঞ্জ বিবেক সংঘ।

সেরা সমাজ সচেতনতা” বিভাগে সম্মানিত কান্দির মসাডডা দক্ষিনপাড়া সার্বজনীন

 

Biswa Bangla Sharad Samman 2025 শারদোৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা ও আপামর জনসাধারণের অংশগ্রহণে শারদোৎসব বাংলার সংস্কৃতিকে দিন-দিন বৈচিত্র্যপূর্ণ, বর্ণময় ও নান্দনিক করে তুলেছে। শারদোৎসবকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোর সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রবর্তন করেছে।

See also  Kandi School: সালারে একই রাতে দুই স্কুলে চুরি , উধাও কম্পিউটার, ফ্যান, মোটর Thieves steal from schools

Biswa Bangla Sharad Samman 2025  মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, পুজো মণ্ডপগুলি বারবার ঘুরে সঠিক মুল্যায়ন করে এক্সপার্ট কমিটি মুল্যায়ন জমা দিয়েছেন। তার নিরিখেই ২০২৫ এ বিশ্ব বাংলা শারদ সম্মানে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।  এই বছর এই জেলায় ৭৬ টি পুজো কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মানে আবেদন করেছিলেন অংশ গ্রহণের জন্য।