Birbhum recruitment বীরভূমে চাকরি। বুধবারই শেষে আবেদন জমা করা যাবে। পদের দাম ডিস্ট্রিক্ট ম্যানেজার ( কোয়ালিটি অ্যাসুরেন্স )- District Manager (Quality Assurance) । রামপুরহাট স্বাস্থ্য জেলায় ন্যাশনাল হেলথ মিশনে (National Health Mission) ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার ( কোয়ালিটি অ্যাসুরেন্স ) পদের জন্য করা যাচ্ছে আবেদন।
Birbhum recruitment ১ টি শুন্যপদ রয়েছে। মাইনে মাসে চল্লিশ হাজার টাকা। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে।

Birbhum recruitment কারা আবেদন করতে পারবেন ?
এমবিবিএস/ ডেন্টাল/ আয়ুষ/ নার্সিং-এ স্নাতকরা আবেদন করতে পারবেন। তবে করা থাকতে হবে হসিপিটাল অ্যাডমিনস্ট্রেশন বা হেলথ ম্যানেজমেন্টে (MHA- Full time or equivalent) । সঙ্গে জনস্বাস্থ্য বা হাসপাতাল পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেশকিছু সিস্টেমে ট্রেনিং করা থাকলে প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন। নিয়োগের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে। ৫০ নম্বরের লিখিত, ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট, ১০ নম্বরের ইন্টারভিউ থাকবে। www.wbhealth.gov.in- ওয়েবসাইটে করা যাবে আবেদন।
আরও পড়ুনঃ Hariharpara Job Fair দেশ, বিদেশে চাকরির সুযোগ! ইন্টার্ভিউ দিতে ভিড়









