Biman Basu মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সম্পাদক সত্য চন্দ্র এর জন্মশতবর্ষের সম্পাতি অনুষ্ঠান হল শনিবার। এদিন বরহমপুরে সিপিআইএম এর জেলা দপ্তরে সত্য চন্দ্রের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তারপরেই এদিন দুপুরে রবীন্দ্রসদনে হয় সত্য চন্দ্র এর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা। সভা মঞ্চে বক্তৃতায় মুর্শিদাবাদ জেলায় গণ সংগঠনগুলোর পরিচর্যায় বিশেষ বার্তাও দেন বিমান বসু। একই সাথে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ কী? দিলেন টিপস। তাঁর বক্তব্যে উঠে এল ছাত্র যুবদের আত্মবিশ্বাস, চ্যালেঞ্জ গ্রহণের সাহস, প্রতিযোগিতায় অংশগ্রহণ, প্রাণোচ্ছল ভাবনার কথা।
Biman Basu বিমান বসু বলেন, ‘ ইয়ং জেনারেশন তাদের মাঝে আলোড়ন তৈরি করতে, আন্দোলন সংগ্রামের গতিবেগ সঞ্চার করতে, কোনটা ঠিক, কোনটা বেঠিক তা নির্ণয় করে লড়াইয়ের ময়দানে সামিল হতে যে অংশটা খুব গতি নিয়ে চলতে পারে সেটা ছাত্র যুব। ইয়ঙ্গার জেনারেশনকে টানবার ক্ষেত্রে যে ভূমিকা পালন করতে পারে ছাত্র যুব সেই ভূমিকা অন্য ফ্রন্টের পক্ষ থেকে পালন করা সম্ভব না।’
Biman Basu বাম গণ সংগঠনকে চাঙ্গা করতে , ছাত্র যুবদের উপরেই আস্থার কথা শোনালেন বিমান বসু। সিপিআইএম থেকে বামপন্থী সরিক দল- দিলেন বিশেষ বার্তা। তুলে ধরলেন সংগঠনে ছাত্র যুবদের ভূমিকা। তিনি আরও বলেন, ‘ ছাত্র যুব সংগঠন যদি শুকিয়ে যায় একসময় পার্টি শুকিয়ে যাবে’ কারণ যারা সময় দিতে পারে, মতাদর্শগত দিক থেকে উন্নতমানের কর্মী হওয়ার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। অন্যদিকে তারা মাঠে ময়দানে “কুছ পারওয়া নেহি, জো হোগা দেখা যায়গা” এই মনোভাবের দ্বারা চলতে পারে তাহলে বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতি গড়ে উঠেছে তার উত্তরণের পথ বার করা সম্ভবপর হবে।’