মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কাজে যাওয়ার পথে গোকর্ণে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। পরিবার সূত্রের খবর, গোকর্নের চাটরা এলাকার বাসিন্দা আজিবুর রহমান সোমবার সকালে বাইক নিয়ে কাজে বেড়িয়েছিলেন। পথে কান্দি থানার গোকর্ণর খোসবাসপুর এলাকায় ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা।
মৃতের আত্মীয় স্বপন খান জানান, আজিবুর গোকর্ণর একটি মোটর গ্যারাজের কর্মী ছিলেন। সকালে বাড়ি থেকে গ্যারেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি মালবোঝাই লরিতে ধাক্কা মারে ওই বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে গোকর্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পরে মৃতের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।