নিজস্ব সংবাদদাতা, নবগ্রামঃ রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে বাইকটি। বুধবার রাতে নবগ্রামের পাঁচগ্রাম থেকে পলসন্ডার দিকে বাইকে করে যাচ্ছিলেন বছর ২৮-এর সুপ্রিয় মার্জিত। পথে মিলিটারি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাইকের গতিবেগ সামলাতে না পেরে, দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা মারে সে। দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক। স্থানীয়দের তৎপরতায় সুপ্রিয়কে উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাঁকে। মৃত সুপ্রিয় মার্জিত সাগরদিঘির পারুলিয়া গ্রামের বাসিন্দা। নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নবগ্রামে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা বাইকের, মৃত্যু যুবকের
Published on: December 7, 2023










