বহরমপুরে বিজয় দিবস উদযাপন

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ১৬ ডিসেম্বর। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ।  ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর ৯২ হাজারেরও বেশি পাকিস্তানি সেনা ভারতীয় ও বাংলাদেশী বাহিনীর যৌথ কমান্ডের সামনে আত্মসমর্পন করে। ঐতিহাসিক এই জয় ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। শুধু তাই নয়, এই জয়ের ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।  ১৯৭১-এর এই ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর ভারতীয় সেনাবাহিনীর বর্তমান ও প্রাক্তন কর্মীরা এই দিনটি উদযাপন করে।

অনুষ্ঠানে বিজয় স্মারকে ১৯৭১-এর যুদ্ধের বীর সেনানীদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। শনিবার বহরমপুরে মুর্শিদাবাদ এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষ হয় ব্যারাক স্কোয়ার ময়দানের সামনে। সেখানে সিপাহী বিদ্রোহের শহীদ বেদীতে মাল্যদান করা হয়।  ১৯৭১ এর মুক্তি যুদ্ধে অংশগ্রহনকারী সৈনিকদের সংবর্ধনা জানান হয়। এদিন এই অনুষ্ঠানে যোগ দেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও।