এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bihar Result 2025 বিহারে একটা মমতা বন্দোপাধ্যায় নেই…বলছে তৃণমূল

Published on: November 14, 2025
Bihar Result 2025

Bihar Result 2025 বিহারের সঙ্গে যোগ নেই রাজ্যের ভোটের। বিহারের জয়ের উপর রাজ্যের ভোট নির্ভর করে না। বিহারে একটা মমতা  বন্দোপাধ্যায় নেই। তাই জয়ী বিজেপি।  মুর্শিদাবাদে এসে শুক্রবার এমনিই দাবি করলেন  তৃণমূল কংগ্রেস TMC   নেতা দেবাংশু ভট্টাচার্য । এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবাংশু বলেছেন, “ ২০তে ওরা বিহারে জিতেছিল। তারপর বাংলায় হেরেছে। বিহারে জিতল কিনা তার উপরে বাংলার কিছু নির্ভর করছে না”।

আরও পড়ুনঃ Bihar Election 2025 বিহারের গেরুয়া ঝড় ! বাংলাকে টার্গেট গিরিরাজের

Bihar Result 2025 কী বলছেন দেবাংশু  ?

এরপর তিনি বলেছেন, “ বাংলাটা উত্তর প্রদেশ নয়, বাংলাটা বিহারও নয়। আর উত্তর প্রদেশ, বিহারে একটা মমতা বন্দোপাধ্যায় নেই। এখানে একটা মমতা বন্দোপাধ্যায় আছে। বিহার বিজেপর রাজ্য ছিল, বিজেপি জিতেছে । বাংলা মমতা বন্দোপাধ্যায়ের আছে। মমতা বন্দোপাধ্যায় জিতবেন”।

এদিন বিহার নির্বাচন নিয়ে এসআইআর’কেও  দায়ী করেছেন দেবাংশু। দাবি করেছেন, বিজেপির  মহিলাদের অ্যাকাউন্টে এক কালীন অর্থ দেওয়াকেও।

এদিন কুণাল ঘোষও দাবি করেছেন বিহারের হাওয়া বইবে না বাংলায়। তিনি বলেছেন , ” বাংলার রাজনীতির ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা। এখানে উন্নয়ন, বাংলার সম্মান, বাংলার ভাষার সম্মান, পরিযায়ীদের প্রতি বিজেপির  চূড়ান্ত অপমান, তাঁদের অধিকার রক্ষা, বাংলার মানুষদের বৈধ ভোটারদের অধিকার রক্ষা, কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা, প্রতিশোধের রাজনীতি, এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। শীত-গ্রীষ্ম-বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা। যাঁর উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ-অনুকরণ করতে হয়” ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now