এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bihar Election Celebration বিহারে সাফল্য, বহরমপুরে উচ্ছ্বাসে মাতল গেরুয়া শিবির, খোঁচা তৃনমূলের

Published on: November 14, 2025
Bihar Election Celebration

Bihar Election Celebration  বিহারে  বিজেপি ম্যাজিক! ফের ক্ষমতায় আসছে এনডিএ জোট! শুক্রবার বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই সেলিব্রেশন শুরু বঙ্গের বিজেপি শিবিরে  Bihar Election 2025। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পদ্মশিবির। বিজয় উচ্ছ্বাস বহরমপুরেও।  হল লাড্ডু বিতরণ। বিহার নির্বাচনের জয়ে আবির মেখে, বাজি ফাটিয়ে, লাড্ডু বিতরণ করে গ্র্যান্ড সেলিব্রেশন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির।

আরও পড়ুন- Bihar Election 2025 বিহারের গেরুয়া ঝড় ! বাংলাকে টার্গেট গিরিরাজের

Bihar Election Celebration বহরমপুরে বিজয় উল্লাস বিজেপির

Bihar Election Celebration  শুক্রবার দুপুরে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয় চত্বরে আবির মেখে, কাঁসর বাজিয়ে, বাজি ফাটিয়ে উল্লাস বিজেপি কর্মীদের। বিজেপি জেলা সভাপতি মলয় মহাজনের নেতৃত্বে হয় মিছিল। পথচারীদের বিতরণ করা হল লাড্ডু।

লাড্ডু বিতরণ

 

Bihar Election Celebration  সাংবাদিক বৈঠক করেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন। তিনি দাবি করেন বিহার নির্বাচনে এসআইআর এর প্রভাব নিয়ে তারাও বিস্মিত।  বিজেপি সভাপতি বলেন, ” এই ফলে সবাই বিহ্বল। পশ্চিমবঙ্গ নির্বাচনেও যতটা ভাবছি তার থেকেও বেশী প্রভাব পড়বে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এসআইআর আবহে আগেই বিজেপিতে যোগ দিয়েছেন বিভিন্ন দল থেকে একাধিক। আগামি দিনে আরও যোগদান করবে।” SIR প্রসঙ্গে তৃনমূলকে কাঠগড়ায় তুলে বিজেপি সভাপতি দাবি করেন, ” মানুষকে ভুল বোঝাচ্ছে তৃনমূল।  আগামি দিনে মুর্শিদাবাদ জেলায় পরিবর্তন আসতে চলেছে যা পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলবে।”

বহরমপুরে দলীয় কার্যালয়ের বাইরে বিজেপি কর্মীদের উল্লাস

 

Bihar Election Celebration  যদিও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল। শুক্রবার মুর্শিদাবাদের কান্দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃনমূল কংগ্রেসের আই টি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর ( Debangshu Bhattacharya) খোঁচা বিজেপিকে। বলেন, ” ২০ তে বিহারে জিতেছিল তারপর ২১ এ বাংলায় হেরেছে। বিহারে জিতল কিনা তার ওপর বাংলায় কিছু নির্ভর করছে না। ২০২১ এ ‘খেলা হবে’ বলে একটা স্লোগান লিখেছিলাম। স্লোগান এটা স্তবক ছিল যে – ‘আমার মাটি সইবে না, ইউ পি বিহার, হইবে না। বাংলা আমার বাংলা রবে বন্ধু আবার খেলা হবে’।  বাংলাটা উত্তর প্রদেশও নয় বিহারও নয়। উত্তর প্রদেশ, বিহারে একটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। এখানে একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, উত্তর প্রদেশ বিহার বিজেপির রাজ্য ছিল বিজেপিই জিতেছে। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now