Bihar Election 2025 বিহারের গেরুয়া ঝড় ! বাংলাকে টার্গেট গিরিরাজের। বিহারের দখল নিল বিজেপি। বিহারে এবার বড় জয়ের পথে এগোচ্ছে বিজেপি এবং জেডিইউয়ের দলের জোট। এর মধ্যে বিজেপির ঝুলিতেই সিংহ ভাগ আসন। এর মধ্যেই বিহারের পর বাংলা দখলের ডাক দিচ্ছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ Giriraj Singh সংবাদমাধ্যমকে বলেছেন “এখানে (বিহারে) আমাদের জয় হয়েছে। এ বার বাংলার পালা।” বিহারের ভোটে অনেক পিছিয়ে রয়েছে আরজিডি এবং কংগ্রেসের নেতৃত্বের ইন্ডিয়া জোট।
আরও পড়ুনঃ Murshidabad SIR 2025 অপূর্বর টার্গেট বিজেপি ! SIR নিয়ে পালটা গৌরীর
Bihar Election 2025 বিহারে লেটেস্ট রেজাল্ট
বেলা ১১ টা অবধি গণনায় ১৯১ টি আসনে এগিয়ে জেডিইউ এবং বিজেপির জোট। মাত্র ৪৮ টি আসনে এগিয়ে আরজেডি এবং কংগ্রেসের জোট। প্রশান্ত কিশোরের দল জন সূরজ এগিয়ে ২ টি আসনে ।















