Bihar 2025 ‘‘বাংলা জয়ের পথ প্রশস্ত করল বিহার”, বিহারের বিধানসভা ভোটে নির্বাচনে জয়ের পর দাবী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Narendra Modi । এদিন মোদী বলেছেন, “মোদী বলেন, ‘‘বাংলা জয়ের পথ প্রশস্ত করল বিহার। বিহারের মতো বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলা হবে।’’
আরও পড়ুনঃ Bihar Vote 2025 বিহারের ফলে SIR কেই দুষছে তৃণমূল ?
Bihar 2025 বিহারে জয়ের পর বাংলাকে টার্গেট ?
Bihar 2025 মোদী আরও বলেছেন, ” আমি বলতে চাই, গঙ্গা কিন্তু বিহার থেকেই বাংলায় যায়। বিহার বাংলা জয়ের রাস্তা বানিয়ে দিয়েছে। বাংলার মানুষকে আশ্বাস দিচ্ছি, আপনাদের সঙ্গে নিয়েই রাজ্য থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলব।”

সরাসরি নিশানা করেছেন কংগ্রেসকে। মোদী বলেছেন, ” কংগ্রেসের ভিতর এত নিরাশা যে, দলে নতুন ভাগ তৈরি হচ্ছে। আবার বিভাজন হবে। কংগ্রেসের সঙ্গে যারাই জোট করবে, তাদেরই এর ফল ভুগতে হবে। কংগ্রেস একটা বোঝা হয়ে গিয়েছে।’’ বিহারে জয় নিশ্চিত হতেই সোস্যাল মিডিয়া পোস্টে বিহারবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বক্তব্য রাখেন বিজেপির সদর দপ্তরে।















