ভরতপুরে বিধায়কের অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের মার ! ব্লক সভাপতি ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ

Published By: Madhyabanga News | Published On:

ভরতপুরে বিধায়কের কার্যালয়ে ঢুকে বিধায়ক অনুগামীদের মারধরের অভিযোগ ভরতপুরের তৃণমূল ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজেনের অনুগামীদের বিরুদ্ধে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের সাথে ব্লক সভাপতি অনুগামীদের সংঘর্ষ। এদিন বিকেলে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩ তৃণমূল কর্মী। তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত ভরতপুর। এর আগে শুক্রবার পরস্পরের বিরুদ্ধে সরব হয়েছেন ব্লক সভাপতি ও বিধায়ক। এরপর শনিবার ঘটে মারধরের ঘটনা। ঘটনার সময় অফিসেই ছিলেন বিধায়ক হুমায়ুন কবির।