এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভরতপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গ্রেপ্তার বিধায়কের ৩ অনুগামী

Published on: June 10, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হল বিধায়ক হুমায়ূন কবীর অনুগামী পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ সহ তিনজন। শুক্রবার মনোনয়নের প্রথম দিনই উত্তপ্ত হয়ে ওঠে সালার। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আজ ধৃত বিধায়কের অনুগামী গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে ৮ই জুলাই। গতকাল থেকে ব্লকে ব্লকে শুরু হয়েছে নোমিনেশন জমাও। আর সেই নোমিনেশন ঘিরে শুরু হয়েছে উত্তেজনাও। শুক্রবার মনোনয়ন জমার প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে সালার। সেখানে ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের উপর হামলার অভিযোগ ওঠে বিধায়ক অনুগামীদের উপর। সালার বাসস্টান্ডের কাছে যুব তৃণমূল কার্যালয়ের সামনে হামলা চালান হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন প্রায় ১৫ জন।

শনিবার পুলিশ এই ঘটনায় ভরতপুর ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুল আজিজ মির্জা ওরফে ভুটার, কর্মাধ্যক্ষ ফিরোজ সেখ ওরফে তপন এবং তৃণমূল কর্মী রোহন সেখকে গ্রেপ্তার করে। শনিবার ধৃত ৩ জনকে কান্দি কোর্টে পাঠায় পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now