Bharatpur News মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে লোহাদহ গ্রামে বাবলা নদীর উপর লোহাদহ ঘাট। আর সেই ঘাটেই চলে ঝুঁকির পারাপার। বাবলা নদীর উপর ব্রিজের দাবীতে বহুবার সরব হয়েছেন ঘাট সন্নিহিত একাধিক গ্রামের ভুক্তভোগী মানুষ। আবার ব্রিজের দাবীতে পথে নামলেন আবালবৃদ্ধবনিতা। একাধিক গ্রামের মানুষ এক জোট হয়ে ব্রিজের দাবীতে সুর চড়ালেন। হাতে প্ল্যাকার্ড, মিছিলে হেঁটে বিডিও অফিস অভিযান হল বুধবার। ভরতপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসে মিছিল করে এসে দেওয়া হল ডেপুটেশন। গৌরীদহ গ্রামের বাসিন্দা সাহিত্যিক দিলীপ রায় জানান, মানুষের একটাই দাবী বাবলা নদীর উপর ব্রিজ। ব্রিজ তৈরি হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হবে। বহু সমস্যার হাত থেকে রেহাই পাবেন কৃষক থেকে পড়ুয়া, ব্যবসায়ী থেকে আম জনতা।
Bharatpur News লোহাদহ থেকে মাত্র দেড় কিমি দূরে অবস্থিত বাজারশো স্টেশন। ট্রেন ধরতে যাওয়া কিংবা নিত্য প্রয়োজনে বাজার হাট করতে ওপার যেতে গেলেও প্রায়ই ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করতে হয় পথচারীদের। নৌকায় দুই পাড়ের যোগাযোগের জন্য সংযোগকারী ব্রিজ নির্মাণের দাবী বহু দিনের। ব্রীজ তৈরির প্রতিশ্রুতি পেলেও অথৈ জলে চলে যায়, আক্ষেপ স্থানীয়দের। লোহাদহ, ঘোষকুড়া, খয়রা, একডালা, জোড়গাছি, আমলাই, নারয়নপুর, কাঞ্চনগরিয়া, পোদমুর ভালুইপাড়া, সেহালায় ও গৌরীনগর-সহ ২০টি গ্রামের মানুষ এই ফেরিঘাটের উপর নির্ভরশীল। জরুরি চিকিৎসার প্রয়োজনে অতিকষ্টে নদী পার হতে হয় গ্রামবাসীদের। বিডিও -র মাধ্যমে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করেন লোহাদহ সহ একাধিক গ্রামের বাসিন্দারা। এবার হয়তো সবুজ সংকেত মিলবে! আশায় বুক বেঁধেছেন অনেকেই।