এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bharatpur News পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ টোটো চালকদের

Published on: May 27, 2025
Bharatpur News

Bharatpur News কাদা মাটিতে ভরা রাস্তা, হাঁটাচলার একেবারেই অযোগ্য। কোন অঘটন ঘটলে তার দায় কে নেবে? কেন এই দুর্ভোগ সহ্য করবেন গ্রামের মানুষ? এই প্রশ্নের উত্তর পেতে ক্ষুব্ধ টোটো চালকরা পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন। টোটো চালকদের সঙ্গে প্রতিবাদ গ্রামবাসীদের একাংশেরও।ঘটনাকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদেভরতপুর ১ নম্বর ব্লকের গডডা গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সকাল ৯ টা থেকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

Bharatpur News  টোটো চালকদের অভিযোগ, ১ টাকা রোজগারে খরচ হচ্ছে এক হাজার টাকা। যে কোন সময়ে টোটো উল্টে যাওয়ার উপক্রম। প্রতিবাদে টোটো বন্ধ রেখে প্রতিবাদ চলে। গ্রামবাসীরা জানান, কাশিপুর থেকে বড়ঞা ব্লকের বদ্রীনাথপুর পর্যন্ত ১০ কিমি রাস্তার বেহাল দশা। কয়েক বছর আগে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাস্তা সংস্কারের কাজ হলেও, গত এক বছর ধরে রাস্তা আর রাস্তা নেই। খানাখন্দে ভরা। গ্রামবাসীদের দাবি, এই ১০ কিমি রাস্তা যোগাযোগের অন্যতম মাধ্যম আশেপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের। চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে যাওয়া হোক বা স্কুল, কলেজে যাওয়া রাস্তার কারণে ভোগান্তির মুখে পড়ছেন আট থেকে আশি।

Bharatpur News টোটো চালকদের দাবি, দ্রুত জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কার হোক। না হলে যে কোন সময়ে রাস্তার কারণে পথ দুর্ঘটনায় প্রাণ যাবে নিরীহের

Bharatpur News  এদিন সকাল ৯ টা থেকে শুরু হয় বিক্ষোভ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে। করা হয় পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ভরতপুর থানার পুলিশ। ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনা হয়। অন্যদিকে এদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত থাকায় তাঁর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী নাসিরুল সেখ জানান, পঞ্চায়েতের রাস্তা নয়, জেলা পরিষদের রাস্তা। তবুও দু বছর ধরে এই কাজের জন্য আপ্রান চেষ্টা চলছে। উর্ধতন কর্তিপক্ষকে কাগজ পাঠানো হয়েছে। যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ হবে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now