Bharatpur News ভরতপুরের নৃশংস ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড!

Published By: Imagine Desk | Published On:

Bharatpur News  মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ খুনের ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল ভরতপুর থানার পুলিশ। গত ২৩শে জুলাই রাতে মোটর বাইকে করে বাড়ি ফেরার সময় ঐ তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই খুনের ঘটনায় সাত জনের নামে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।  মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। ঘটনার ১০ দিনের মাথায় গ্রেফতার করা হল খুনের ঘটনার মাস্টারমাইন্ড শ্রীকান্ত ঘোষকে।  ধৃতকে হেফাজতে চেয়ে শুক্রবার কান্দি মহকুমা আদালতে পাঠায় ভরতপুর থানা । শ্রীকান্ত ঘোষ এলাকার অন্যতম মোড়ল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-

Kandi News ভরতপুর কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত