Bharatpur News হলমার্ক করার নাম করে গল্প ফেঁদে দোকান মালিকের সোনার গহনা নিয়ে চম্পট। পুলিশি জেলায় চুরির ঘটনা স্বীকার কর্মীর। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া ১৬ গ্রাম সোনার গয়না উদ্ধার পুলিশের। শুক্রবার ভরতপুর থানায় সাংবাদিক বৈঠক করে কান্দির এসডিপিও শাসরেক আম্বেরদর জানান, গত ১লা মে ভরতপুর থানার এক সোনার দোকান মালিক সোনা চুরি যাওয়ার অভিযোগ করেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ঐ দোকানের কর্মী অপূর্ব হাজরাকে আটক করা হয়।

Bharatpur News জিজ্ঞাসাবাদে দোকানের কর্মচারী চুরির ঘটনা স্বীকার করে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও চালানো হয়। পুলিশের আরও দাবি ধৃত কর্মী সোনার হলমার্ক করার নাম করে ১৬ গ্রাম সোনা নিয়ে যায় এবং তা চুরির গল্প ফাঁদে। ইতিমধ্যেই চুরি যাওয়া ১৬ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।
