Bharatpur News সোমবার সকালে ভরতপুর থানার গড্ডা গ্ৰামে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ভরতপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড্ডা গ্রামের বাসিন্দা দিনমজুর আরোজ মোল্লা। দুদিন আগে স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে যান। আর এদিন বাড়িতেই আরোজ সেখের ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েন আত্মীয় সজনেরা। স্থানীয় এক বাসিন্দা রহমান সেখ জানান, দেহ উদ্ধার করা হয়। রক্তের দাগও ছিল। রহস্য রয়েছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে ফিরে আসেন স্ত্রী। মৃতের স্ত্রী রুপা বিবি জানান, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানদের রেখে স্বামীর ঘর ছেড়েছিলেন। এর মাঝে স্বামীর অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে খুন! নেপথ্যে কী? আত্মীয় সজনদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ।