Bharatpur News মুম্বই থেকে ফিরেই এই কাণ্ড ! কী ঘটল ভরতপুরে?

Published By: Imagine Desk | Published On:

Bharatpur News  সোমবার সাত সকালে ভয়ঙ্কর কান্ড ঘটে গেল ভরতপুরের কুনাইপাড়া গ্রামে। রাগের বসে স্ত্রীকে মাথায় হাতুড়ি মেরে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী রবি মণ্ডল। জানা গিয়েছে, সোমবার সকালে ভরতপুর থানার কুনাইপাড়া গ্রামে স্বামী রবি মণ্ডলের সাথে স্ত্রী মনিকা মন্ডলের বচসা চলছিল। অভিযোগ, সেই সময় রাগের বসে স্বামী, স্ত্রীর মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে। তাঁদের ছেলে ঘরে গিয়ে দেখে মায়ের নিথর দেহ।  ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভরতপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।

Bharatpur News মৃতের মেয়ে সমাপ্তি ঘোষ জানিয়েছেন, বাবা রবি মন্ডল মুম্বাইয়ে কাজ করতেন। দিন ২০ আগে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর থেকেই টাকা পয়সা নিয়ে মায়ের সাথে ঝামেলা করছিলেন। কিছুদিন থেকেই ঝামেলা আরও বাড়তে থাকে।  তবে এই ভাবে মাকে খুন করবে তা ভাবতে পারেননি। এই ঘটনায় বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর মেয়ে।

Bharatpur News ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রবি মণ্ডল। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি লোহার হাতুড়ি।  শুধুই কি দাম্পত্য কলহ! নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ!  অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে পুলিশ।