Bharatpur News জাল আধার কার্ড চক্রের পর্দাফাঁস ! বাজেয়াপ্ত ল্যাপটপ, স্ক্যানার

Published By: Imagine Desk | Published On:

Bharatpur News কাস্টমার সার্ভিস সেন্টারের Customer Service Centre এর আড়ালে চলছিল জাল আধার কার্ডের কারবার! আধার কার্ড তৈরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল দু’জন। উদ্ধার হয়েছে জাল আধার কার্ড তৈরির সামগ্রী সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবার স্ট্যাম্পও। জাল কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ভরতপুরে। সরেজমিনে ঘটনাস্থলে যান পুলিশ কর্তারা। তল্লাশি অভিযান চলে CSC তে। স্থানীয়দের মধ্যেও তৈরি হয় উৎকণ্ঠা।

Bharatpur News কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাসরেক আম্বেরদর  মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান, ভরতপুর থানার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ইমামুল সেখ, নিজের দোকানে একটি কাস্টমার সার্ভিস সেন্টার চালান । সেখানেই চলছিল অন্যের আইডি ব্যবহার করে জাল আধারকার্ড তৈরির কাজ। সোমবার বিকেলে ঐ দোকান থেকে গ্রেপ্তার করা হয় দোকান মালিক ইমামুল সেখ ও বড়ঞার বাসিন্দা সেখ নিয়াত হোসেনকে। এই নিয়াত হোসেন মূলত আধার কার্ড তৈরি করতো। এই ঘটনায় দোকান থেকে দুটো ল্যাপটপ, একটি স্ক্যানার, দুটি প্রিন্টার, ল্যামিনেশন মেশিন, আইডি স্ক্যানার, তিনটি ফিঙ্গার প্রিন্ট মেশিন ও ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৩টি জাল আধারকার্ড সহ শতাধিক পাসপোর্ট ছবি উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয় উদ্ধার হয়েছে থাম ইম্প্রেশন স্ট্যাম্প ও পঞ্চায়েত প্রধানের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে।

Bharatpur News এই জাল আধার চক্রের সাথে আর কারা যুক্ত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃত দুজনকে মঙ্গলবার ১০ দিনের হেফাজতে চেয়ে কান্দি মহকুমা আদালতে পাঠায় পুলিশ।