Bharatpur News গোপনে নাবালিকার বিয়ে দেয় পরিবার। চার দিন যেতে না যেতেই গোপনীয়তার পর্দাফাঁস। সামনে আসে আসল ঘটনা। তারপরেই কঠোর পদক্ষেপ পুলিশ, প্রশাসনের। বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভরতপুর থানার। গত ১৬ জুন, ২০২৫ তারিখে এক নাবালিকার বিয়ে হলেও সেই খবর গোপন সূত্রে জানা যায় ২০ শে জুন। নাবালিকার বিয়ের খবর পেয়েই অভিযান চালায় ভরতপুর থানার পুলিশ। এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে।
Bharatpur News ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মন্ডল এবং অন্যান্য পুলিশ কর্মীরা গোপনে খবর পেয়ে অভিযানে যান। তাঁদের সঙ্গে ছিলেন ভরতপুর-১ ব্লকের আধিকারিক দাওয়া শেরপা সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরাও। পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রথমে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং বাল্যবিবাহের কুফল ও আইনগত দিক সম্পর্কে তাদের বিস্তারিত বোঝানো হয়। নাবালিকার বিয়ে যে একটি দণ্ডনীয় অপরাধ, সে বিষয়েও তাদের অবহিত করা হয়। কিন্তু পরিবারের লোকজন পুলিশের কথায় কর্ণপাত করেননি। এরপরই পুলিশ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। এই ঘটনায় নাবালিকার বাবা-মা, মামা এবং বর সহ দু’পক্ষের পরিবারের মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়। নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়েছে।