জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যানকে অপসারণের হুঁশিয়ারি ভরতপুর বিধায়কের!

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মঙ্গলবার বিকেলে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নিজের দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন ভরতপুর বিধায়ক। “৭২ ঘণ্টার মধ্যে জেলা সভাপতিকে অপসারণ করতে হবে নইলে জেলার মানচিত্র পাল্টে দেব” – হুঁশিয়ারি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের।

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রকাশ্যে এসেছে শাসকদলের কোন্দল। এর আগে নির্দল প্রার্থী মনোনয়ন নিয়ে এক দফা হয়েছে তৃণমূলের অন্দরে। এবার সরাসরি নাম করে জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়কে হুঁশিয়ারি দিলেন বিধায়ক হুমায়ুন কবির। নওদার বিধায়ক শাহিনা মমতাজও এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “শাওনির সাথে আমার দিদি বোনের সম্পর্ক ছিল অথচ আমাকে নিয়ে খেলা করলেন উনি।” এদিন বিধায়ক হুমায়ুন কবিরের সাথে তিনিও একমত প্রকাশ করেন সভাপতি অপসারণের বিষয়ে।

তৃণমূল যেভাবে ব্লক সভাপতিদেরকে গুরুত্ব দিচ্ছে তাতে ক্ষুব্ধ বিধায়কদের একাংশ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এদিন হুমায়ুন বলেন, “আপনি ঠিক করুণ, আপনার বিধায়ক দরকার নাকি ব্লক সভাপতি দরকার।” তিনি আরও বলেন, “৭২ ঘণ্টার মধ্যে বর্তমান অযোগ্য সভাপতিকে অপসারণ করে যোগ্য সভাপতি হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখকে সেই পদে আসীন করতে হবে।” নইলে তৃণমূল পার্টি অফিস ঘেরাও করার হুমকিও দেন বিধায়ক।

জেলা তৃণমূলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপূর্ব সরকারের সম্পর্কে হুমায়ুন বলেন, “অপদার্থ অপূর্ব সরকারকে সরিয়ে বর্ষীয়ান নেতা অশোক দাসকে চেয়ারম্যান করতে হবে। তবেই আমরা তৃণমূলের হয়ে পঞ্চায়েত লড়ব।” ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ দলের অন্যান্য বিধায়কদের দলের সম্পর্কে এইরূপ মন্তব্য তৃণমূলের অন্দরে কী প্রভাব পড়বে সেটাই এখন দেখার।