এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bharatpur Hospital: প্লাস্টিক থেকে ভাঙা বোতল, বাড়ছে আগাছা, হাসপাতালের পিছনে মশা মাছির স্বর্গরাজ্য !

Published on: July 30, 2022
Bharatpur Block Hospital

পবিত্র ত্রিবেদীঃ ভরতপুরঃ ভরতপুরে বেহাল দশা হাসপাতালের। হাসপাতালের পিছন দিক পরিণত হয়েছে আস্তাকুঁরে । এখন বেশিরভাগ সরকারি হাসপাতালই ঝাঁ-চকচকে হলেও ভরতপুর ব্লক হাসপাতালের এই অবস্থা নিয়ে ক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। । স্থানীয়রা জানিয়েছেন, ভরতপুরে অবস্থিত এই হাসপাতালের পিছন দিকটা জঙ্গল হয়ে রয়েছে। এই বিষয়ে যেন কারও ভ্রুক্ষেপ নেই বলে কার্যত তাদের অভিযোগ। হাসপাতালের বাইরে অংশে যেখানে সেখানে পড়ে আছে প্লাস্টিক, কাগজের কাপ। অন্যান্য ব্যবহার করা জিনিসপত্র। হাসপাতালে জেনারেল আউটডোর ও প্যাথলজি বিভাগ সংলগ্ন ওই অংশ নোংরা, আবর্জনায় ভর্তি ।

হাসপাতাল থেকে নিয়মিত যাত্রী বহন করা এক টোটো চালক জানিয়েছেন, হাসপাতালের ওই দিকটা দেখে মনে হয় যেন সুন্দরবন। এলাকা ঘুরলেই বোঝা যাবে যায়গাটা মশা মাছির ডেরা হয়ে গিয়েছে। রোগ ছড়াবার সম্ভাবনা খুব বেশি। পরে আছে ভাঙা বোতল থেকে ফেলে দেওয়া প্লাস্টিক। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, রোগীর পরিবার অনেকেই সচেতন নয় । যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছেন । একজনের ব্যবহার করা জিনিস থেকে অন্যজনের রোগও ছড়াতে পারে। পরিবেশটাও নোংরা হয়ে আছে । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সবাইকেই এর দায়িত্ব নিতে হবে। অন্যদিকে, হাসপাতালের এক কর্মী এদিন জানিয়েছেন, হাসপাতালে ওষুধের স্টোরও পর্যাপ্ত নয় । যা নিয়ে অনেকদিন ধরে সমস্যা চলছে । নতুন মেডিকেল স্টোর হওয়ার বিষয়ে অনেকদিন ধরে শুনছি। এখনো হয়নি। শুনেছি জেলা প্রশাসনের কাছেও এই বিষয়ে আবেদনপত্র গিয়েছে । হাসপাতাল চত্বরে এ দিন ব্লক স্বাস্থ্য আধিকারিক মুক্তিনাথ ব্যাপারীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করি। আবার পরিষ্কার করা হবে। হাসপাতালের মেডিকেল স্টোর আছে। কবে আধুনিক মানের করার জন্য আমরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করেছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now